ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পটুয়াখালীতে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মো: মোখলেছুর রহমান, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:০৫, ১৬ মে ২০২৫

পটুয়াখালীতে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহর সংলগ্ন লাউকাঠি ইউনিয়নের গোডাউন সংলগ্ন লোহালিয়া নদীতে ডুবে রাহুল সমাদ্দার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাহুল রাংগাবালীর চরকাজল গ্রামের বাসিন্দা এবং লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবাদে সে লাউকাঠির চন্দ্রবাড়িতে পিসা গোপাল চন্দ্র ও পিসি অঞ্জু চন্দ্রের কাছে থাকত।

জানা গেছে, সকালে গোসল করতে গিয়ে রাহুল নদীতে পড়ে যায়। সে সাঁতার জানত না। ফলে দ্রুত পানিতে ডুবে যায়। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার সম্ভব না হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে। পরে পটুয়াখালী নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুবুরি লিডার মজিবুর রহমান।

স্থানীয় মেম্বার চন্দন দত্ত জানান, “রাহুল সাধারণত নদীতে যেত না। সে সাঁতার জানেনা এটা পরিবারসহ এলাকাবাসী জানত।”

ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস বাচ্চু বলেন, “সাঁতার না জানার কারণে একটি তাজা প্রাণ হারিয়ে গেল। এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সবার উচিত সন্তানদের সাঁতার শেখানোর প্রতি গুরুত্ব দেওয়া।”

রাহুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল স্কুল পর্যায়ে সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে।

মিরাজ খান

×