ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

দাউদকান্দিতে হত্যার চেষ্টা মামলায় আওয়ামীলীগ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২০:১৬, ১৪ মে ২০২৫

দাউদকান্দিতে হত্যার চেষ্টা মামলায় আওয়ামীলীগ সদস্য গ্রেপ্তার 

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র জনতার আন্দোলনে হত্যার চেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত এজহারনামীয় আসামী আওয়ামীলীগের সদস্য মোঃসাইফুল সরকারকে (৪২) তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃসাইফুল সরকার বারপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের মৃত দৌলত সরকার ছেলে৷

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্ড(ওসি) জুনায়েত চৌধুরী। 

মঙ্গলবার(১৩ মে) দিবাগত রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী বলেন,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার শহিদনগরে ইসরাফিল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আসামি মোঃ সাইফুল সরকার আওয়ামীলীগের সদস্য উপজেলার বারপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়৷

 

রাজু

×