
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তুজারভাঙার বাবু হত্যা মামলার এজহারনামীয় আসামী মোঃ শাহীন আলম ওরফে দিপুকে তার নিজ গ্রাম তালতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ শাহীন আলম ওরফে দিপু (৪২) পৌরসভার ৩ নং ওয়ার্ড তালতলী গ্রামের মোঃ মঞ্জর আলম ওরফে মাজু মিয়ার ছেলে৷
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্ড (ওসি) জুনায়েত চৌধুরী।
বুধবার (১৪ মে) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ৷
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার তুজারভাঙা গ্রামের বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় লিটন আহমেদ পাভেলের দায়ের করা হত্যা মামলায় আসামি মোঃ শাহীন আলম ওরফে দিপুকে তার নিজ গ্রাম পৌর এলাকার তালতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়৷
রিফাত