ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ধনবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২২:৪২, ১৩ মে ২০২৫

ধনবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের ভাগ্নে এবং সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ আত্মীয় মাহফুজুর রহমান বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ দৈনিক জনকণ্ঠকে জানান, এসআই মনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমান বিজয় (২৯)-কে উপজেলার ধোপাখালী এলাকার এক ধানক্ষেত থেকে দুপুরে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান বিজয় ধোপাখালী এলাকার শাজাহান আলীর ছেলে। তাকে আগামীকাল বুধবার (১৪ মে) টাঙ্গাইল জেলা হাজতে পাঠানো হবে।

শহীদ

×