ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইন্টার্নশিপের তিন মাসের বকেয়া ভাতা আদায়ের দাবিতে খুকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আরিফুর রহমান, খুলনা

প্রকাশিত: ২১:০৮, ১৩ মে ২০২৫; আপডেট: ২১:০৯, ১৩ মে ২০২৫

ইন্টার্নশিপের তিন মাসের বকেয়া ভাতা আদায়ের দাবিতে খুকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অস্থায়ী ক্যাম্পাস-১-এ ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তিন মাসের বকেয়া ইন্টার্নশিপ ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৩ মে) এ মানববন্ধন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ আলভি, আহনাফ তাহমিদ চৌধুরী, রায়হান আহমেদ, জাহিদ হাসান রকি, আয়েশা বসরি, নাজমুল হাসান তয়ন, জাকিয়া আফরিন, সাইফুল ইসলাম, দোলন চাপা তাসনিম, বিজন পাল, তানভির আহমেদ প্রমুখ

শিক্ষার্থীরা জানান, কারিকুলাম অনুযায়ী এক বছরব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন করার পর তাঁরা মোট বারো মাসের মধ্যে প্রথম নয় মাসের সম্মানী পেলেও, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ভাতা এখনো পরিশোধ করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতে জানায়, বাজেট ঘাটতির কারণে এই অর্থ পরিশোধে বিলম্ব হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বাজেট এলে তা জুন-জুলাই মাসে পরিশোধ করা হবে। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও শিক্ষার্থীরা ভাতা পাননি। ফলে শিক্ষার্থীরা ৩ মে নির্ধারিত ফাইনাল পরীক্ষা বয়কট করেন। এতেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা আজ মানববন্ধন ও আন্দোলনে নেমেছি। 

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো বলা হয়, “আমাদের দুটি সুস্পষ্ট দাবি রয়েছে—এক, বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করতে হবে; দুই, ফাইনাল পরীক্ষা দ্রুত গ্রহণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ইমরান

×