
ছবি: জনকণ্ঠ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মো. মোজাফফর হোসেনকে দলীয় সকল পদ-পদবি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় দপ্তরে সুপারিশ পাঠানো হবে। একই সময় দলকে সুসংগঠিত করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর রক্তের বিনিময়ে বিএনপি আজ দেশবাসীর আশা-ভরসার স্থলে পরিণত হয়েছে। কোনো ব্যক্তি বিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না। দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি সুরক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের জনসম্পৃক্ত নেতাকর্মীদের সমন্বয়ে খুলনা জেলা বিএনপি’র তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং চালনা পৌরসভা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলীর বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ-দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ হল—
দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা
চালনা পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মো. মোজাফফর হোসেন এবং বিএনপি নেতা আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কার
মোজাফফর হোসেনকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় দপ্তরে সুপারিশ
জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বাবু অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার পাশাপাশি দাকোপ-বটিয়াঘাটা সাংগঠনিক টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মো. তৈয়্যেবুর রহমান, গাজী তফছির আহম্মেদ, জিএম কামরুজ্জামান টুকু, বাবু অসিত কুমার সাহা, এসএম শামীম কবীর ও অধ্যাপক মনিরুল হক বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদ