
ছবি:সংগৃহীত
মুকসুদপুরে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।
মঙ্গলবার (১৩ মে) বিকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের বউ বাজার সংলগ্ন নবারুন সার্বজনীন কালি মন্দিরের সামনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল সালাম কাজি।
মত বিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মোঃ রবিউল ইসলাম, মুহাম্মাদ আলী, চিন্তা হরণ মন্ডল, যুগ্ম সম্পাদক আব্দুল হক হাওলাদার, মোঃ হেদায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রুপা লতা মন্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ রুস্তম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু সেখ, জলিরপাড় ইউনিয়ন মহিলা দলের সভাপতি মনিষা মল্লিক, সাধারণ সম্পাদক তানিয়া মন্ডল, ননীক্ষীর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক বিভা মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা, সকলকে ফ্যাসিবাদ আওয়ামী লীগ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। যারা সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করবে তাদেরকে আইনের হাতে সোপর্দের পরামর্শ দেন এবং আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুরোধ করেন।
আলীম