ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নারীকে হেনস্থা,  ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ১৯:৪৪, ৮ মে ২০২৫; আপডেট: ১৯:৫৫, ৮ মে ২০২৫

নারীকে হেনস্থা,  ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি: জনকণ্ঠ

পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় এক নারীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হেনস্থা, মারধর ও লুটপাটের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লবসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভূক্তভোগী নারীর বাবা বাদী হয়ে বুধবার রাতে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। 


এদিক ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদল নেতা সালমানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। তাছাড়া স্থানীয় থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, ভূক্তভোগী নারীর বাবার বাড়ি পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের একটি গ্রামে। তিনি আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানীর আত্মীয়। 

বুধবার রাত ১২টার পর তিনি তার চাচার অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকায় স্বামীর বাসায় যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কুমুদগঞ্জ মোড় এলাকায় পৌঁছলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাম রহমান পল্লবের নেতৃত্বে একদল যুবক গতিরোধ করে তাদের থামায়। 

পরে অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা নারীকে টেনে হেঁচড়ে নামিয়ে হেনস্থা করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ সময় তার চাচা (অ্যাম্বুলেন্স চালক) বাধা দিলে তাকেও মারধর কওে তারা। খবর পেয়ে পূর্বধলা থানা থেকে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।  

এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তরা হচ্ছে, সালমান রহমান পল্লব, উৎস, অপু, নিরব, রিজন খান, সুব্রত চন্দ্র দাস, পিয়া ও জীবন চন্দ্র। এদিকে ওই রাতেই পুলিশ শ্যামগঞ্জ এলাকা থেকে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করে। এরা হচ্ছে, মেহেদী হাসান, রেদোয়ার আহমেদ শৈশব, রাকিব হাসান শান্ত, গৌরব কানু ও ফরহাদ কবির লিংকন। 

ইসলামী বক্তা হাফেজ রফিকুল ইসলাম মাদানী মঙ্গলবার রাতে এ ব্যাপারে পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। 

তিনি বলেন, আমার পূর্বধলা এলাকায় আমার পরিচয় পাওয়ার পরও আমার কোনো আত্মীয়কে কেউ অযথা হেনস্থা করবে এটি কখনও কল্পনা করিনি। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ মঙ্গলবার রাতে সালমান রহমান পল্লবকে সংগঠন থেকে বহিস্কার করে। 

শহীদ

×