
বগুড়ার ধুনটে ২ কৃষকের প্রায় দুই বিঘা জমির আধাপাকা বোরো ধান ইটভাঁটির বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধানের ক্ষতি হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বুধবার ক্ষতিগ্রস্ত কৃষকেরা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ ও সংবাদ কর্মীদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা গেছে, তিন ফসলি জমিতে গ্রামীণ ব্রিক্স নামে একটি ইটভাঁটি রয়েছে। সরকারি নিয়ম-নীতি না মেনে গড়ে ওঠা এই ভাঁটির কারণে প্রতিবছরই ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষি ও পরিবেশ। গোবিন্দপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন। এরমধ্যে রফিকুলের ৩০ শতক ও ইসমাইল হোসেনের ২৮ শতক। চলতি বছরের জন্য তাদের ভাঁটিতে ইট পোড়ানো কার্যক্রম কয়েকদিন আগে বন্ধ করার পর হঠাৎ ভাঁটির চিমনি দিয়ে বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকে। প্রথকদিকে ক্ষয়ক্ষতি তেমন বোঝা না গেলেও ধীরে ধীরে কৃষকেরা দেখতে পান তাদের সবুজ খেতের ধানগাছ ধোঁয়ার কারণে লালচে হয়ে গেছে। পাতা কুঁকড়ে গেছে। মূলত পারিবারিক বিরোধের জেরে ভাঁটি নিয়ে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়েছে। ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ নিজ কার্যালয়ে গণশুনানি করে বিধি মোতাবেক ব্যবস্থা করা হবে।
প্যানেল