
টাঙ্গাইলের মধুপুরে পিপলস্ পোল্ট্রি এন্ড হ্যাচারী কোম্পানী লি:’র মুরগীর বিষ্ঠার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে কোম্পানী বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার(২রা মে) দুপুর ১২ টায় মধুপুরের মহিষমারা এলাকার আশ্রা বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মিজানুর রহমান, তোতা মিয়া, কবির হোসনে, নাজমুল হাসান, বাবলু, সুমন মিয়া, আনোয়ারা, মনির হোসেন ও সাবিনা সহ এলাকাবাসী বক্তব্যে জানান, পল্টি মুরগীর বিষ্ঠা খোলা জায়গায় ফেলার কারণে আশে পাশে রাগামারি আশ্র সহ বেশ কয়েকটি এলাকায় শিশু বৃন্ধ থেকে সকল বয়সী মানুষজন শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে। এছাড়াও এলাকার অনেকের গরু ও ছাগল মারা গেছে। শুধু তাই নয় তারা সরকারি খালের জমি দখল করে কোম্পানির বাউন্ডারীর প্রাচীর নির্মাণ করতেছে। ফলে খালের পয় নি:ষ্কাষন ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের এমন কর্মকান্ডে নিষেধ করলে তারা পুলিশ দিয়ে হয়রানি করানোর ভয় দেখায়। বর্তমানে আমরা এলাকাবাসী এই পিপলস্ পোল্ট্রি এন্ড হ্যাচারী কোম্পানী লি: বন্ধের দাবি করছি।
মানববন্ধনে এলাকার সকল শ্রেণী ও পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
রাজু