
ছবিঃ সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আলীনগরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২ মে) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাই রাসেল মিয়া।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন রাজন। বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন তিনি। এ সময় একই ইউনিয়নের মধ্যনগরের লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে আসেন রাজনসহ আশপাশের লোকজন। পরিস্থিতি শান্ত হলে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কিন্তু ঝগড়া করা তার অনুসারীরা বিষয়টি সহজভাবে নেয়নি। সন্ধ্যায় তাদের নেতৃত্বে তার দলবল আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় গুরুতর আহত রাজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।
বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের ভাই রাসেল মিয়া জানান, ‘সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। ভাই রাজনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।’ অভিযুক্তরা ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, ‘একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।’
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনের মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার মানুষ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ইমরান