
নরসিংদীর রায়পুরা উপজেলা সদরের শ্রীরামপুর কুলাহাটি গ্রামের বাদল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির ৪টি ঘর ভাংচুর করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে তার প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১ মে) গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী কাদির মিয়া, ভিকচান মিয়া, ফারুক মিয়া, বাচ্চু মিয়াসহ ১০/১২ জনের সন্ত্রাসী দল দাঁ, ছুরি, লাঠি, কুড়ালসহ প্রথমে বৃহস্পতিবার গভীর রাতে বাদলের বাড়িতে গিয়ে আচমকা হামলা চালায়। এতে বাদলের বাড়ির লোকজন হতচকিত হয়ে যায়। সন্ত্রাসীরা একেক করে তার বাড়ির ৪টি ঘরে ব্যাপক হামলা ও ভাংচুর করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়।
শুক্রবার (২ মে) সকালবেলা পূনরায় একই কায়দায় হামলা চালায়। এসময় বাদল মিয়া রায়পুরার থানার পুলিশকে তার বাড়িতে হামলার ঘটনা জানালে পুলিশ সেখানে যায়। পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ চলে গেলে সন্ত্রাসীরা আবার তার বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে বাদল মিয়া নরসিংদী সেনা ক্যাম্পসহ রায়পুরা থানার পুলিশের নিকট অভিযোগ দায়ের করেছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিফাত