ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মো:সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ২০:০৫, ২ মে ২০২৫

খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দূর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা।

শুক্রবার (২ মে ২০২৫) বিকাল সাড়ে চারটায় দূর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন।মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক সেনা সার্জেন্ট সফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, ক্রীড়ানুরাগী মো. ইমন ভূঁইয়া, জাহাঙ্গীর মিয়া (সভাপতি, শেরে বাংলা স্পোর্টিং ক্লাব), মো. আলম মিয়া (সভাপতি, নবীন যুব সংগঠন) ও প্রবাসী প্রতিনিধি রায়হানসহ স্থানীয় শতাধিক ক্রীড়াপ্রেমী তরুণ-যুবক ও এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি ও প্রাণের স্পন্দন। এখানে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর খেলাধুলা করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তারা আরও বলেন, মাঠে ভবন নির্মাণ মানে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা। মাঠ রক্ষায় প্রয়োজনে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তারা জোর দাবি জানান, ভবন নির্মাণ পরিকল্পনা বাতিল করে ভূমি অফিসটি যেন অন্যত্র স্থানান্তর করা হয়। স্থানীয়দের মতে, মাঠের উপর যেকোনো স্থাপনা নির্মাণ ভবিষ্যতে খেলাধুলার পরিবেশ ধ্বংস করবে। মাঠের বিকল্প নেই, তাই তারা মাঠ রক্ষার বিষয়ে প্রশাসনের সদিচ্ছা প্রত্যাশা করছেন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, প্রায় ৫ বছর আগে আমি এখানে আসার আগে এই ভূমি অফিস নির্মাণ প্রকল্প গ্রামবাসীকে অবগত করেই অনুমোদন করা হয়েছে। তখন কেউ কোনো লিখিত আপত্তি জানাননি। বলা হয়েছে স্কুলের সাথে মিল রেখে ভবন নির্মাণ হবে। আমাদের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলেও মাঠের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।

প্রসঙ্গত, এই আন্দোলনে দূর্গাপুর গ্রামের প্রবাসীরাও সোচ্চার ভূমিকা রাখছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাত্মতা প্রকাশ করে মাঠ রক্ষার দাবিতে সরব হয়েছেন।

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার