
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় র্যাব-১১ একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে মা ও দুই মেয়েসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন দেউস এলাকার রওশন আলীর পুত্র মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), শশিদল এলাকার মৃত নশু মিয়ার পুত্র মাইক্রোবাসের চালক মাসুদ রানা (২৫), দেউস এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও তার দুই মেয়ে বৃষ্টি (১৯) ও ইয়াসমিন (১৩)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা থেকে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এটি র্যাব-১১-এর চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখযোগ্য সফলতা।
শিহাব