
পাঁচ কিলোমিটার বেহাল সড়কে চরম দুর্ভোগ
মাত্র পাঁচ কিলোমিটারের জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিনেও সংস্কার না করায় ২০টি গ্রামের মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে ধুলো আর বর্ষা মৌসুমে কাদা পানিতে একাকার হয়ে সড়কটি চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পরে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে পাঁচ কিলোমিটারের পুরো সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা জনসাধারণের হেঁটে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ওই সড়ক দিয়ে ২০টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট-আমবৌলা ও সাতলা সড়কটি দীর্ঘ সাত বছর পূর্বে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাকাকরণের কাজ করেন। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্ত্র চক্রবর্তী বলেন, এলাকাবাসীর মাধ্যমে ওই সড়কটির দুরবস্থার কথা শুনে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। আসলেই সড়কটির অবস্থায় চরম বেহাল। তাই ওই বেহাল সড়কসহ অগ্রাধিকার ভিত্তিতে আরও কয়েকটি অভ্যন্তরীণ সড়ক জরুরিভাবে সংস্কার করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এখন সেখান থেকে অনুমতি ও বরাদ্দ আসলেই সড়কগুলো সংস্কারের কাজ শুরু করা হবে।