ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতা খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৫:৫৯, ২১ এপ্রিল ২০২৫

নেত্রকোনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতা খুন

ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই-ভাতিজাদের হামলায় কায়সার ইমরান ওরফে বাবুল (৫৯) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কায়সার ইমরান ওই উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ ঘটনায় পুলিশ তার ছোটো ভাই রতন মিয়াকে আটক করেছে।

জানা গেছে, কায়সার ইমরান তার ভাই রতন মিয়া ও কামাল মিয়ার ছেলেদের সঙ্গে যৌথভাবে একটি সেচ পাম্প দিয়ে নিজ জমিতে পানি সেচ দিয়ে আসছিলেন। কিন্তু কয়েকদিন ধরে ভাই-ভাতিজারা তার জমিতে প্রয়োজনীয় সেচের পানি দিচ্ছিলেন না। এছাড়াও পারিবারিক জমি-সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ইতিপূর্বে বেশ কয়েকবার ঝগড়া-বিবাদ হয়। রবিবার রাত পৌনে নয়টার দিকে পারিবারিক বিবাদ নিয়ে কায়সার ও তার ভাই-ভাতিজারা বাড়িতে আলোচনায় বসেন। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটো ভাই রতন মিয়া ও ভাতিজা বাপ্পি মিয়া কায়সার ইমরানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছোটো ভাই রতন মিয়াকে আটক করে। অন্য ভাই-ভাতিজারা বাড়ি থেকে শটকে পড়ে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জান সোমবার দুপুরে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×