ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আমতলীতে দুই আ. লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান, এলাকায় হাস্যরসের সৃষ্টি!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা।

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৫৭, ১৯ এপ্রিল ২০২৫

আমতলীতে দুই আ. লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান, এলাকায় হাস্যরসের সৃষ্টি!

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যন অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আওয়ামী লীগ দল ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই দরবারের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম হাতে শপথ নিয়ে যোগদান করেছেন। একই ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া দের মাস আগে একই দলে যোগদান করেছেন। তাদের যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।


জানা গেছে, ২০২২ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরই তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে দিশেহারা হয়ে পড়ে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপজেলার অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন।

এ বছর ফেব্রুয়ারি মাসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেন। তার দের মাসের মাথায় একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান  অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি একই দলে যোগদান করেছেন। দুজনের আওয়ামী লীগ ছেড়ে একই দলে যোগদানকে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, দুই আওয়ামী লীগ নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করা বেশ কৌতুহলের। দুইজন আওয়ামী লীগ দলের হলেও তাদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। আবার তারা একই দলে যোগদান করেছেন। এতে হাস্যরসের সৃষ্টি হয়েছে। 


ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ বলেন, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আমিরের হাতে শপথ নিয়ে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। এর আগে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম একই ভাবে যোগদান করেছেন।


গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও সাবেক সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।


আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, দলের কাউকে অবহিত না করেই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাদের ভালো লেগেছে বলেই তারা আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে যোগদান করেছেন, এখানে দলের কিছুই করার নেই।  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার