ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল 

রীনা আক্তার, নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:০৬, ১১ মার্চ ২০২৫; আপডেট: ২০:০৬, ১১ মার্চ ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল 

ব্রাহ্মণবাড়িয়ায় তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। মঙ্গলবার শহরের মসজিদ রোড এলাকার কারি হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটিতে  প্রধান অতিথি ছিলেন মুফতি শরাফত হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মুফতি মুহসিনুল হাসান আরো ছিলেন মাওলানা খন্দকার মইনুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। অনুষ্ঠানটির প্রধান অতিথি মুফতি শরাফত হোসেন বলেন, রমজান মাস কুরআন নাযিলের মাস। তাক¦ওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমান সমাজে সন্ত্রাস ও দুর্নীতি রয়েছে, কাজেই তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করলে তা নির্মূল করা সম্ভব হবে। তাই ধর্মপ্রাণ মুসলমানদেরকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার র্কাযক্রমের জন্য এগিয়ে আসার আহব্বান জানান।

আফরোজা

×