ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মহাসড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার 

রীনা আক্তার, নিজস্ব সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:২২, ৭ মার্চ ২০২৫

মহাসড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, কুট্টাপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান পথচারীরা। সেখানে গিয়ে দেখে কাঁথায় মোড়ানো একটি মেয়ে নবজাতক। খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।


ওসি জানান, শিশুটির বয়স এক বা দু'দিন হবে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে জানানো হয়েছে।

আফরোজা

×