ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহের ভালুকায়

মসজিদের জমিতে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ১৭:১৪, ৭ মার্চ ২০২৫

মসজিদের জমিতে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ

ছবি: জনকণ্ঠ

ভালুকা উপজেলার ধলিকুড়ি গ্রামে জোরপূর্বক মসজিদের জমির ওপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি কেন্দ্রীয় জামে মসজিদটি ১৯ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। মসজিদের দক্ষিণ পাশে ওজুখানা রয়েছে এবং পেছনের কয়েকটি পরিবারের চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা ছিল। সম্প্রতি মসজিদ কমিটির আপত্তি উপেক্ষা করে স্থানীয় ইউপি সদস্য মুনসুর আহম্মেদ জোরপূর্বক ইটের সলিং রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে মসজিদ কমিটির সেক্রেটারি মো. ফজলুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এলাকাকে বিভক্ত করেছেন এবং ৫০ গজ দূরে আরেকটি মসজিদ নির্মাণ করেছেন। পাশাপাশি, পুরনো মসজিদের জমির ওপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণেরও চেষ্টা চালাচ্ছেন। যদি এই রাস্তা নির্মিত হয়, তাহলে স্থান সংকুলানের কারণে মসজিদের ওজুখানা এবং ইমাম-মুয়াজ্জিনের থাকার ঘর নির্মাণ করা সম্ভব হবে না।

স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য শুধু মসজিদের জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করছেন না, বরং এতে ব্যাপক অনিয়মও করছেন। শুধুমাত্র কয়েকটি বাড়ির সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ থেকে ৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে রাস্তার কাজ শুরু করেছেন।

অভিযুক্ত ইউপি সদস্য মুনসুর আহমেদ জানান, "রাস্তা নির্মাণে কোনো অনিয়ম হলে তা পুনরায় সংশোধন করা হবে।" মসজিদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "ওটা মসজিদের জমি হলেও এটি আগে থেকেই চলাচলের রাস্তা ছিল, এখন সেটিকে ইট দিয়ে স্থায়ী করা হচ্ছে।"

ইউনিয়ন সচিব ও রাস্তার তদারককারী শফিকুর রহমান জানান, তিনি কয়েকবার রাস্তাটি পরিদর্শন করেছেন। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, "আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি। যেহেতু এটি মসজিদের জমি ও সরকারি রাস্তা নির্মাণের বিষয়, তাই আমি ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করব।"

সায়মা ইসলাম

×