ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কুপিয়ে জখম করার মামলায় আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

প্রকাশিত: ২১:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

কুপিয়ে জখম করার মামলায় আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আবু হানিফ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌরসভার নিজ বাসা থেকে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড এলাকার নিজ বাসা থেকে আবু হানিফকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখম করার মামলায় প্রধান আসামি হিসেবে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, তিনি একাধিক মামলার পলাতক আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফকে গ্রেপ্তার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করেছে।

গ্রেপ্তারকৃত দুই আওয়ামী লীগ নেতাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এম.কে.

×