ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

৮ দফা দাবিতে ভোলায় সনাতনী ছাত্র জনতা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ২২:৪৪, ১৩ আগস্ট ২০২৪

৮ দফা দাবিতে ভোলায় সনাতনী ছাত্র জনতা সমাবেশ

‘সনাতনী ছাত্র জনতা’র ব্যানারে মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবের সামনে সমাবেশ

হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, মন্দির ও বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৮ দফা দাবিতে ভোলায় সনাতনী ছাত্র জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘সনাতনী ছাত্র জনতা’র ব্যানারে মঙ্গলবার বিকেলে ভোলা প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দুষ্কৃৃতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মঙ্গলবার দুপুর ২টার পর থেকে ভোলা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে সনাতন ধর্মাবলম্বীরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক সনাতন সম্প্রদায়ের মানুষ সমাবেশে অংশ নেয়। প্রায় ২ ঘণ্টা অবস্থানকালে হিন্দুদের ওপর অত্যাচার, মন্দিরে হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সংখ্যালঘু থেকে মুক্তি চাই, আমরা সবাই আমরা সবাই বাংলাদেশীসহ নানা স্লেøাগান দিতে শোনা যায়।

দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন আয়োজনের সমন্বয়কারী দোলন হাওলাদার, উৎস্য হাওলাদার, তনু দে, লিখন দে, বৃত্ত মিস্ত্রীসহ নেতৃবৃন্দ। তাদের ৮ দফা দাবি না মানলে আবার কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে সমাবেশের সমাপ্তি করা হয়।

×