ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

ফেনীতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত: ২০:৫৫, ৩ আগস্ট ২০২৪

ফেনীতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা

ফেনী জেলা

বিশৃংখলা, নাশকতা প্রতিরোধে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। ফেনীতে আওয়ামী লীগ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলায় জেলার কোথাও কোন ধরেণের অপ্রীতিকর, অস্বস্তিকর ও অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। এই সময়ে মানুষের চলাচল নিরাপদ রাখতে আওয়ামী লীগের নেতারা মাঠে কাজ করছে। 

ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, ‘আমরা আগে থেকে বুঝতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবিরের ক্যাডাররা ব্যাপক ধ্বংসযজ্ঞ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে পারে। তাই ফেনীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন ফেনী-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। তার নির্দেশনা অনুযায়ী জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির কর্মীদের সজাগ, সতর্ক অবস্থানে ছিল। নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপর থাকায় ফেনীতে নাশকতাকারী, দুর্বৃত্তরা মাঠে নামতে পারেনি বলে উল্লেখ করেন আওয়ামী লীগের নেতারা। নিজাম উদ্দিন হাজারী এমপি প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখায় ও তার সঠিক এবং সময় উপযোগী নেতৃত্বের কারণে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ফেনী জেলার রাষ্ট্রীয় সম্পদ।’

এদিকে, গত সপ্তাহে শ্রমজীবী ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

উল্লেখ্য, এক সময়ের ফেনী জেলা ছিল বিএনপি-জামায়াত অধ্যুষিত। সেই ফেনীকে আওয়ামী লীগের জনপদে পরিণত করা হয়েছে। গোপালগঞ্জের পর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে ফেনী। 

 

এম হাসান

×