ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্টেডিয়াম চায় জেলাবাসী

১৯ বছর পর নরসিংদীতে আসছেন প্রধানমন্ত্রী 

স্টাফ রিপোর্টার, নরসিংদী 

প্রকাশিত: ২২:৩৭, ৯ নভেম্বর ২০২৩

১৯ বছর পর নরসিংদীতে আসছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

দীর্ঘ ১৯ বছর পর আগামী ১২ নভেম্বর নরসিংদীতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধনসহ যোগ দেবেন বিশাল জনসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে নরসিংদীবাসী।

রাজধানী ঢাকার পাশ্ববর্তী কৃষি ও শিল্প সমৃদ্ধ এই জেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও আধুনিক স্টেডিয়াম নির্মাণের জোর দাবি জানিয়েছেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন এমন আশায় বুক বাঁধছেন জেলার ২৪ লাখ মানুষ।

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী বাংলাদেশের অন্যতম একটি প্রধান শিল্পাঞ্চলীয় জেলা। স্যার কে জি গুপ্ত, ভাই গিরিশ চন্দ্র সেন, কবি শামসুর রাহমান, শহীদ আসাদ স্মৃতি বিজরিত খ্যাতিমান চিত্র শিল্পী সাহাবুদ্দিনসহ আরো অনেক বিখ্যাত গুণীজনের জন্ম এ জেলায়। ২৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় সারাদেশের আরো প্রায় ৫ লাখ লোক ব্যবসায় সংক্রান্ত কাজে প্রতিনিয়ত বসবাস করছে। এখানে ৩৬টি কলেজ, ১৬টি কারিগরি বিদ্যালয়, টেক্সটাইল ইন্সটিটিউটট, ৬টি পলিটেকনিকসহ ১১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। নেই কোন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। একই সঙ্গে নেই আধুনিক স্টেডিয়াম ও সবজির হিমাগার।

নরসিংদী শহরদীর্ঘ ১৭ বছর যাবত নরসিংদীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলন করে আসছেন সাংবাদিক হলধর দাস। তিনি শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। হলধর দাস বলেন, নরসিংদীতে সকল সুযোগ সুবিধা থাকা স্বত্বেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বাধীনতার ৫২ বছরেও প্রতিষ্ঠা হয়নি। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার অপেক্ষায় নরসিংদীবাসী।

নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া বলেন, নরসিংদীর কৃষি ও শিল্পের ব্যাপক অবদান রয়েছে দেশের অর্থনীতিতে। তাই নরসিংদীতে যদি শিল্প নির্ভর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে তাহলে শুধু নরসিংদীবাসী নয়, দেশবাসী উপকৃত হবে।

নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামটি বয়সের ভারে ন্যুজ হয়ে গেছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া। তিনি জানান, ঢাকার পাশ্ববর্তী জেলা হিসেবে নরসিংদীতে একটি আধুনিক স্টেডিয়াম স্থাপন এখন সময়ের দাবি। যেখানে স্থানীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ ক্রীড়া ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে নরসিংদীর তরুণ প্রজন্ম।

একই সঙ্গে সবজির জন্য বিখ্যাত এই জেলার সবজি রাজধানী ঢাকার ৪০ ভাগ চাহিদা মিঠায়। একই সঙ্গে লটকন, পেয়ারা, কাঁঠালসহ দেশী বিদেশী নানা প্রকারের ফল উৎপাদিত হয় নরসিংদীতে।  কিন্তু জেলায় নেই সরকারি কোন হিমাগার। ফলে অনেক সবজি ও ফল সময়মতো ক্রেতাদের নিকট পৌছাতে না পেরে ক্ষতিগ্রস্থ হয় কৃষকরা। তাই কৃষকদের দাবি জেলায় সরকারি হিমাগার স্থাপনের।

এ ব্যাপারে জানতে চাইলে শিল্প মন্ত্রী ও নরসিংদী-০৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের যে বিপ্লব করেছেন নরসিংদী তাঁর বাইরে নয়। তিনি নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা নির্মাণ করেছেন। নরসিংদী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ করা হয়েছে। বেলাবতে আরেকটি শিল্প নগরী স্থাপন প্রক্রিয়াধীন আছে। 

একই সঙ্গে নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি- বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগারের বিষয়ে অবগত আছেন তিনি। আশা করি, সমাবেশের মঞ্চ থেকে নরসিংদীবাসীর দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে দিবেন।

এসআর

×