
ধানুয়া কামালপুর স্থলবন্দর
পাথরসহ সকল পণ্য আমদানি- রপ্তানি বন্ধ হয়ে গেছে জামালপুরে ধানুয়া কামালপুর স্থলবন্দরে। কোন কারণ ছাড়াই প্রায় দুই মাসের বেশি সময় ধরে পাথর সরবরাহ বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। এতে বাংলাদেশী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মহীন হয়েছে অন্তত দশ হাজার শ্রমিক।
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় ধানুয়া কামালপুর স্থলবন্দর। এই বন্দর দিয়ে আমদানি করা পাথর যায় দেশের বিভিন্ন প্রান্তে। গেলো অর্থবছরে এ বন্দর দিয়ে ভারত থেকে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন পাথর আমদানি করা হয়। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ৭ কোটি ১৫ লাখ টাকা।
কিন্তু গত জুন মাস থেকে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম। ফলে একদিকে যেমন সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বাংলাদেশের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাথে প্রায় দশ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
বন্দরের কার্যক্রম না থাকায় পাথর ব্যবসায়ীসহ ছোট বড় অনেক ব্যবসায়ীর আয় রোজগার কমে গেছে। তবে বন্দরটি আবার চালু করতে চেষ্টা করছে রাজস্ব বিভাগ।
এস