
ট্রেনের লাইনচ্যুত।
ময়মনসিংহের ফাতেমানগর স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর দীর্ঘ ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ত্রিশালের ফাতেমা নগর স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার লাইন ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন:তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে,নিহত ৭,আহত ২৭
এর আগে রবিবার (২০ আগস্ট) জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা সাত মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে ৭টি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার দিকে উদ্দেশ্য ছেড়ে যায় এবং এ ছাড়া লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ছয়টি বগিও ভোরে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকোশলী মো.আকরাম আলী বলেন, লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি প্রায় চারশত মিটার পথ যায়। এতে রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।
এম হাসান