
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
কিশোরগঞ্জের তাড়াইলে ভুয়া ও জনস্বার্থবিরোধী ৮.৬ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত বেড়িবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার (১৬ আগস্ট) দুপুরে ফসলি জমি রক্ষা সমন্বিত কৃষক কমিটির উদ্যোগে প্রকৃত কৃষকরা তাদের জমি রক্ষার্থে রাউতি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মানববন্ধনে উপজেলার দাউদপুর, মৌগাঁও, বাঁশাটি, ডুরিয়াপাড়া, মেছগাঁও, মোড়ারকান্দি, শিমুলহাটি এবং পার্শ্ববর্তী গগডা ও আতকাপাড়া গ্রামের কয়েক হাজার কৃষক অংশ নেন। এ সময় বক্তৃতা করেন ফসলি জমি রক্ষা সমন্বিত কৃষক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, হাওড় ও নদীরক্ষা আন্দোলন তাড়াইলের আহ্বায়ক আফজাল হোসেন আজম, সাবেক ইউপি সদস্য আব্দুস ছোবান, সমাজকর্মী জাহাঙ্গীর হাসান রাকিব, নাজমুল হক কেনু, আবুল হাসান রতন, মানবাধিকারকর্মী এমদাদুল হক খান, মশিউর রহমান কায়সার, কৃষক সাইফুল ইসলাম, জুয়েল আহমেদ প্রমুখ। কৃষকরা জানান, একটি স্বার্থান্বেষী মহল হাওরাঞ্চলে মৎস্য উন্নয়নকল্পে শিমুলহাটি গ্রাম হতে সুতী নদীর তীরঘেষে প্রায় ৮.৬ কিলোমিটার দীর্ঘ বেড়িবাধের জন্য প্রস্তাব জমা দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এটি এলজিইডি এবং জাইকার তদারকি ও অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে। কিন্তু প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন কমিটিতে ভুয়া ও ভাড়াটে কৃষকের নাম দেওয়া হয়েছে। প্রকৃত জমির মালিকদের কোনো নাম ওই প্রকল্পে নেই ও অংশীদারিত্বও নেই। তাছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে জমির উপর কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে করে নয়টি গ্রামের প্রায় ৪০ হাজার কৃষক তাদের দুফসলি জমি ফসাতে পারবেন না। এ জন্য প্রকৃত দিনমজুর, জেলে প্রান্তিক ভুক্তভোগী কৃষকগণ তাদের নাম ও স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ ইতোমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্ব-স্ব উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দিয়েছেন।
তাদের দাবি, বৃহত্তর স্বার্থে বিষয়টি সঠিক তদন্তের প্রয়োজন। ভুক্তভোগীরা জীবন গেলেও ভুয়া এই প্রকল্পটি বাস্তবায়ন হতে নিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এম হাসান