ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ডাক্তারসহ তিন জনের আত্মহত্যা, জনমনে উৎকণ্ঠা 

নিজস্ব সংবাদদাতা, হোসেনপুর, কিশোরগঞ্জ 

প্রকাশিত: ২০:৩৪, ১৫ আগস্ট ২০২৩

ডাক্তারসহ তিন জনের আত্মহত্যা, জনমনে উৎকণ্ঠা 

আত্মহত্যাকারী ৩ জন

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় গত কয়েক দিনে আত্মহত্যার ঘটনা অস্বাভাবিক বেড়ে গেছে। মাত্র ৭ দিনের মধ্যে এমবিবিএস ডাক্তার, যুবক ও কিশোরসহ তিন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে আত্মহত্যার তিনটি ঘটনাই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তাদের পরিবার। 

এদিকে হোসেনপুর পৌর এলাকার পাশাপশি দুই গ্রামে একের পর আত্মহত্যার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যেও এক ধরণের উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে। তাই সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণসহ কাউন্সিলিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত ১৩ আগষ্ট রাতে মোঃ সৌরভ হোসেন রাব্বি (১৫) নামে এক কিশোর উপজেলার নতুন বাজার এলাকায় নিজ বাড়ির পাশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। প্রয়াত রাব্বি হোসেনপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মোজার কারখানায় সাধারন শ্রমিক হিসেবে কাজ করতেন। এরপর গত ৮ আগষ্ট রাতে হোসেনপুর পৌর এলাকার নতুন বাজারের মাছমহাল সংলগ্ন নিজ বাসায় গলায় দড়ি দিয়ে মোঃ  নুরুল ইসলাম পুটন (৪১) নামে এক যুবদল নেতা আত্মহত্যা করেন। 

সে উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং উপজেলার জিনারি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া গত ৬ আগষ্ট পৌর এলাকার ঢেকিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে ডা: আরিফুল ইসলাম (৩২) নামে এক এমবিবিএস ডাক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।

সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মোঃ রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন একটি বেসরকারি মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ছিলেন। সুত্রমতে,গত ২০২০ সালের ১১ ডিসেম্বরে ডা: আরিফুল ইসলাম পাশের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ডা:শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। 

বিয়ের বছর খানেক পর স্বামী-স্ত্রী দুজনই ওই হাসপাতালে কর্মরত থেকে সপরিবারে স্থানীয় একটি বাসায় ভাড়া থাকতেন। গত কয়েক মাস ধরে নানা বিষয় নিয়ে ডা:আরিফুল ইসলামের সাথে তার স্ত্রীর মনোমালিন্য চলছিলো। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে তিনি ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ একটি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেন।

প্রসঙ্গক্রমে, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোঃ মাহবুবুল আলম খান জানান, আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি। মাদকের ব্যবহার,পারিবারিক অশান্তি, হতাশা ইত্যাদি কারণে বিপথগামী হয়ে লোকজন আত্মহত্যার মতো ঘটনা ঘটায় । এটি প্রতিরোধে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব শ্রেণী পেশার মানুষ একযোগে কাজ করে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি কাউন্সিলিং বাড়াতে হবে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, হোসেনপুর পৌর এলাকায় পর পর তিন জনের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমেও আত্মহত্যা রোধে জনসচেতনতা বাড়াতে তৎপর রয়েছেন। লাশের ময়না তদন্তের রিপোর্টগুলো পেলে আসল রহস্য জানার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থ্যা নেয়া হবে।

 

এস

×