
মো. মাহমুদুল ইসলাম জানু ও মো. সাইফুল হক মোল্লা দুলু
জেলা কর আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে সমিতির সদস্যগণের সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সাইফুল হক মোল্লা দুলু মনোনীত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট মনসুর আলম বুলবুল, সহ-সাধারণ সম্পাদক পদে কর আইনজীবী মো. মাজহারুল হক (মাজহার মান্না), কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন মনোনীত হয়েছেন। কার্যকরী সদস্যরা হচ্ছেন অ্যাডভোকেট মো. আবুল কাসেম, কর আইনজীবী একেএম রফিকুল ইসলাম ভূঁইয়া, কর আইনজীবী মো. শফিকুল ইসলাম, কর আইনজীবী সালাহ্উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আ. স. ম. মকবুল কাঞ্চন, অ্যাডভোকেট মাহমুদুল হাসান ও কর আইনজীবী রাজন কুমার দেবনাথ।