
উন্নয়ন শোভাযাত্রা, ছবি: জনকণ্ঠ
গোপালগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ।
বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে চৌরঙ্গী পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন ও সুব্রত ঠাকুর, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, শহর আওয়ামীলীগ সভাপতি গোলাম কবির ও জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান।
টিএস