ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, দুর্ঘটনায় বাসে আগুন

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস

প্রকাশিত: ১২:২৬, ১৭ জুলাই ২০২৩

বগুড়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, দুর্ঘটনায় বাসে আগুন

বাসে আগুন নিভানো হচ্ছে, ছবি: সংগৃহীত

রবিবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার ঠেঙ্গামারা এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণে বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। নিহতরা হলেন-আরিফ মন্ডল(২৩) ও শফিউল আলম বাপ্পী(৩৪)। তাদের বাড়ি বগুড়া সদরের আশোকলা ও বাঘোপাড়া এলাকায়। এঘটনায় আরো ২জন আহত হয়।

হাইওয়ে পুলিশ জানায় রাত ১১ টার দিকে বগুড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা শহর থেকে মহাস্থান এলাকায় যাচ্ছিল। পথে ঠেঙ্গামারা এলাকায় রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের সঙ্গে ধাক্কা খায়। এতে সেখানকার বিদ্যুতিক তারসহ মিটার বাসের ওপর ছিড়ে পড়ে আগুন ধরে যায় বলে পুলিশ জানায়। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক সিএনজি আটোরিক্সা যাত্রী ও পরে হাসপাতালে আরো এক জন মারা যান। বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। 

ফায়ার সার্ভিস বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানিয়েছে দুর্ঘটনার কারণে বাসে আগুন লাগে। হাইওয়ে পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে।
 

টিএস

×