ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রামগড় সীমান্ত পরিদর্শন এবং বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিজিবির ডিজি

প্রকাশিত: ২০:৩০, ১৫ এপ্রিল ২০২৩

রামগড় সীমান্ত পরিদর্শন এবং বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিজিবির ডিজি

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি’র সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেছেন। এ সময় তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। শনিবার দুপুরে তিনি এসব স্থান পরিদর্শন করেন। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী ব্রিজের নিকট প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা এবং অন্যান্য অফিসারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার,  গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি‘র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়কসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফজলু

×