ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াবা সরবরাহ মামলায় ৫ রোহিঙ্গার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৯:২৫, ৮ মার্চ ২০২৩

ইয়াবা সরবরাহ মামলায় ৫ রোহিঙ্গার কারাদণ্ড

রোহিঙ্গার কারাদণ্ড  

৭০ হাজার পিস ইয়াবা সরবরাহ মামলায় ৫ রোহিঙ্গাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- আমির উদ্দিনের ছেলে আলী আকবর, নজির আহমদের ছেলে মো: সেলিম, বনি আমিনের ছেলে নুর আমিন, আহমদ আলীর ছেলে আবদুর রশিদ এবং মৃত সৈয়দের ছেলে মো: আবদুল্লাহ। 

দণ্ডিতরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার মেনজী-২ থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিতদের সাজাভোগ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বিচারক মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×