ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ কীটনাশক সরবরাহের দায়ে বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর  

প্রকাশিত: ২০:২৭, ৫ মার্চ ২০২৩

নিষিদ্ধ কীটনাশক সরবরাহের দায়ে বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে বিক্রয় নিষিদ্ধ বাসুডিন নামের কীটনাশক সরবরাহের দায়ে মফিজুল ইসলাম নামের এগ্রোসিষ্টেম কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজারে ওই ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি। 

সুত্র জানায়- এগ্রোসিষ্টেম কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মফিজুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন কীটনাশকের দোকানে বিক্রয় নিষিদ্ধ বাসুডিন সরবরাহ করে আসছিল। বিষয়টি স্থানীয় কৃষকরা নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেনকে অবগত করেন। 

পরে রবিবার দুপুরে উপজেলার চারআলী বাজারে কীটনাশক সরবরাহকালে ওই বিক্রয় প্রতিনিধিকে হাতেনাতে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি বলেন, কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×