ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সোনার আংটি না নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসায় অতিথিকে মারধর

প্রকাশিত: ২২:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ২২:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩

সোনার আংটি না নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসায় অতিথিকে মারধর

প্রতীকী ছবি। 

লক্ষ্মীপুরে বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে সোনার আংটি নিয়ে না আসায় মারধরের শিকার হয়েছেন অনুষ্ঠানে আসা চার অতিথি। 

এই ঘটনায় আহত হয়েছেন, জান্নাত আরা (১৯) ও তার বোন রহিমা বেগম (৩০), ভাই আবদুর রহিম (২৭) এবং ভাগ্নি নাফিসা আক্তার (৩)। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)  জান্নাত তার ভাই, বোন ও ভাগ্নিকে নিয়ে বিয়ের  অনুষ্ঠানে যান। তারা সোনার আংটি নিয়ে না গেলে জান্নাতের শ্বশুর বাড়ির লোকজন তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ নিয়ে প্রতিবাদ করতেই জান্নাতকে তার শ্বশুর নুরু বেপারী মারধর শুরু করেন। এতে বাধা দিলে জান্নাতের ভাই আব্দুর রহিম, বোন রহিমা বেগম ও ভাগনি শিশু নাফিসাকেও মারধর করা হয়।

সদর থানার সহকারী উপপরিদর্শক আবদুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভূক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএম

×