ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা মাঠের জনসভা শুরু, মঞ্চে গণসংগীত, বাইরে উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৪:৫৮, ২৯ জানুয়ারি ২০২৩

মাদ্রাসা মাঠের জনসভা শুরু, মঞ্চে গণসংগীত, বাইরে উচ্ছ্বাস

বাইরে উচ্ছাস

রাজশাহীতে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। রবিবার দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। বর্তমানে স্থানীয় নেতারা ভাষণ দিচ্ছেন।

এর আগে সকাল ১১টার দিকে নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান পরিবেশন করেন বাউল শিল্পী শফি মন্ডল। জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও জনসাধারনের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। গান-বাজনার তালে তালে নেতাকর্মীরাও নেচে গেয়ে উৎসবে মেতে উঠে।

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান মাঠে এ জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় যোগ দিতে ইতোমধ্যে রাজশাহীর সারদায় প্রথম পর্বের অনুষ্ঠান শেষে করে সেখানেই অবস্থান করছে প্রধানমন্ত্রী। কিছুক্ষনের মধ্যে তিনি সারদা থেকে রাজশাহীর উদ্যেশ রওনা দেবেন।
এর আগে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদরাসা মাঠে প্রবেশ করতে শুরু করেন। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভা স্থল।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাদরাসা মাঠেই জনসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। পাঁচ বছর পর আজ আবারও রাজশাহী এসেছেন তিনি। সকাল পৌনে ১১টায় তিনি রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপণী কুচকাওয়াজ পরিদর্শনের পর বেলা ৩টায় রাজশাহীর আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।


 

টিএস

×