ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোর মেডিক্যালে হাসপাতাল দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ০০:১৬, ১৪ নভেম্বর ২০২২

যশোর মেডিক্যালে হাসপাতাল দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

একযুগেও হাসপাতাল নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

যশোর মেডিক্যাল কলেজ স্থাপনের একযুগেও হাসপাতাল নির্মাণ না হওয়ায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে যশোরবাসী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি। আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে সমবেত হন।
বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য দেন মাস্টার হাফিজুর রহমান, ইকবাল কবির জাহিদ, হারুণ অর রশীদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, হাচিনুর রহমান, দীপংকর দাস রতন, অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সাবেক কাউন্সিলর মফিজুর রহমান হিমু, সাংবাদিক সাজেদ রহমান বকুল, তসলিম উর রহমান প্রমুখ।

সঞ্চালনা করেন যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

×