ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি

প্রধান শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০১:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

প্রধান শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচী ও নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিভিন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লালীন আচরণ করেন এবং ছাত্রীদের শরীরে হাত দেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার দুপুরে একত্রিত হয়ে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অভিযুক্ত সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এ সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোওয়াট। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, সোহেল ও বিল্লাল নামে দুই শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে এ সব করাচ্ছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব বলেন, খবর শুনে আমি নিজেই বিদ্যালয়ে যাই। পরে শিক্ষার্থীদের কথা বলে তাদেরকে শ্রেণীকক্ষে পাঠিয়েছি। এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

×