ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

প্রকাশিত: ১২:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২২

ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

ম্যাপে যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলায় ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধ বাবা।  সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর আদালতে তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- আব্দুল হকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম আজাদ কৃষি কাজ ও আসাদ চাকরি করেন। আসাদকে এমএ পাস করানোর পর ব্যবসার জন্য আব্দুল হক সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। এক পর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেন। আবুল কালাম বাড়িতে থাকেন এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকেন।

আসাদের ভাগের একটি কক্ষে আব্দুল হক বসবাস করতেন। ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর তাকে থেকে বের করে তালা লাগিয়ে দেন।

বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক বলেন, দুই ছেলে বাবার ভরণ-পোষণ দেন না। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোনোরকম জীবন যাপন করছেন। ছেলেদের সঙ্গে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে মামলাটি করেছেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।


 

টিএস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার