ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১ কোটি ৩৭ লাখ টাকা দামের মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৪:৩৬, ৪ আগস্ট ২০২২

১ কোটি ৩৭ লাখ টাকা দামের মাদকদ্রব্য ধ্বংস

ধ্বংসকৃত মাদকদ্রব্য

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের উদ্যোগে কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৩শ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে জেলা সদরের পারলা এলাকায় বিজিবি ক্যাম্পের অভ্যন্তরীণ পার্কে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়

বিজিবির নেত্রকোণা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এএসএম জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মশিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম কাস্টমস কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ এছাড়া জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সময় উপস্থিত ছিলেন

লেঃ কর্নেল এএসএম জাকারিয়া জানান, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা দুর্গাপুরসহ বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয় এগুলো ভারত থেকে অবৈধ পথে আমদানি করা হচ্ছিল সীমান্ত এলাকায় টহলের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেন ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের হাজার ২শ ৯৭ বোতল মদ৪শ ৩টি ইয়াবা ট্যাবলেট, কেজি ৬শ গ্রাম গাঁজা ৮০টি যৌন উত্তেজক ট্যাবলেট এসব মাদকদ্রব্যের আনুমানিক দাম প্রায় কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৩শ টাকা

×