ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে দুই থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:০৩, ৫ জুলাই ২০২২

বরিশালে দুই থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

পুলিশ

 রাত্রিকালীন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে জেলার গৌরনদী উজিরপুর মডেল থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আকতারুজ্জামান জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করা হবে

সূত্রমতে, সাময়িক বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার বরখাস্তকৃতরা হলেন-গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল গাফফার হোসেন, উপ-পরিদর্শক ছগির মিয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, কনস্টেবল ইকবাল, কামাল হোসেন, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ড্রাইভার (কনস্টেবল) আব্দুল হক রানা উজিরপুর মডেল থানার সাময়িক বরখাস্তকৃতরা হলেন-উপ-পরিদর্শক জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা ইমরান হোসেন

সূত্রে আরও জানা গেছে, গত জুন দিবাগত গভীররাতে বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডের মধ্যে থাকা গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয় পরবর্তীতে ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতনামা চোর মোটরসাইকেলটি নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে উজিরপুর গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোষ্ট পার হয়ে যায় সেইদিন গৌরনদী উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মোবাইল ডিউটি থাকা সত্বেও সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেননি

×