
সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর থানাধীন সাধারণ মানুষের ফসলী জমি ও চলাচলের রাস্তা জোর পূর্বক দখল করার অভিযোগ এনে শাহ্ সিমেন্টের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী জমির মালিক সহ এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১১ টায় পশ্চিম মুক্তারপুর দেওয়ান কোল্ড স্টোরেজের সামনে রাস্তার পাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে শতাধিক মানুষ।
মানববন্ধনকারীদের দাবি, মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে অবৈধ ভাবে জমি ও সাধারণ মানুষের চলাচলের সড়ক দখল করে আছে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরী কর্তৃপক্ষ। মানববন্ধনকারীরা অতিদ্রুত ভূমি দস্যুদের হাত থেকে বেদখলকৃত জমি পুনরুদ্ধার ও শাহ সিমেন্টর বিচারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেয়া মো.আরশ দেওয়ান জানান, শাহ্ সিমেন্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমার ৪৬ বিঘা, পশ্চিম মুক্তারপুর এলাকার মৃত শাহাবদ্দিন মাদবরের পুত্র আব্দুল আল মামুনের ১২ বিঘা, নয়াঁগাও এলাকার মৃত আব্দুর রব মিয়ার পুত্র মোঃ রফিকের ১৫ বিঘা সহ ২৭ জনের ১০৩ একর জমি দখল করেছে। এছাড়া পশ্চিম মুক্তারপুরের প্রধান সড়ক থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টরীর দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি সরকারী হালট কিন্তু বিশাল আকৃতির গেট করে তাও আটকিয়ে দিয়েছে। আমরা ভিতরের প্লটে যেতে পারিনা। এসব নিয়ে আমরা জেলা প্রশাসন, থানা-পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও সমাধান পাইনি।
শাহ সিমেন্ট ফ্যাক্টরীরর পাবলিক রিলেশন অফিসার মো. জব্বার হোসেন বলেন, সম্পত্তির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। বিচারাধিন বিষয় নিয়ে এত বারাবরি ঠিক নয়। তারা যে পরিমান জমি দাবি করছে তার থেকে অনেক কম জমি পাবে। অনেকের জমি খাস হয়ে গেছে।