ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শেরপুর-১ আসনে লড়ছেন দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা

প্রকাশিত: ০২:৪৬, ৫ ডিসেম্বর ২০১৮

শেরপুর-১ আসনে লড়ছেন দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হয়েছেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (২৫)। তিনি শেরপুর-১ (সদর) আসনে লড়ছেন বিএনপির প্রার্থী হয়ে। এদিকে এ আসনে দীর্ঘ ২২ বছর পর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছে বিএনপি। এতে ওই প্রতীকে ভোট দেয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে এ আসনে বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা লড়াই করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ৪ বারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের সাথে। ইতোমধ্যে কারাবন্দি পিতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীর কষ্টগাঁথা আর দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীক পাওয়ার বিষয়কে কাজে লাগিয়ে ওই লড়াইয়ে জিততে মাঠ গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন ডাঃ প্রিয়াঙ্কা। জানা যায়, ১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেওয়া ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বয়স মাত্র সাড়ে ২৫ বছর। এবারের নির্বাচনে বয়সের দিক থেকে তিনি কেবল জেলার ৩টি আসনের ক্ষেত্রেই নয়, সারাদেশেই সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন। ডাঃ প্রিয়াঙ্কা ২০০৮ সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসসি এবং ২০১৬ সালে এমবিবিএস পাশ করেন। তিনি বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্ব পালন করছেন। এ আসনে ডাঃ প্রিয়াঙ্কার পিতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ছিলেন বিএনপির মূল প্রার্থী। কিন্তু ঋণসংক্রান্ত জটিলতায় বাদ পড়ার আশঙ্কায় দলের বিকল্প প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। অবশেষে বাছাইকালে সেই আশঙ্কাই বাস্তব রূপ নেওয়ায় বাদ পড়েন হযরত আলী। সেইসাথে দলের অপর ২ প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ও ফজলুল কাদের লুটুর দলীয় মনোনয়ন না থাকায় তাদের মনোনয়নপত্রও বাতিল হয়ে গেলে একমাত্র প্রার্থী হিসেবে রয়ে যান প্রিয়াঙ্কা। দলীয় সূত্র জানায়, জোটের রাজনীতির স্বার্থে বিগত ৪টি জাতীয় নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনটি জামায়াতকে ছেড়ে দেয়া হলেও কোন নির্বাচনেই জয়ের মুখ দেখেনি জামায়াত। যে কারণে ‘ধানের শীষ’ প্রতীকে গত ২২ বছরে জাতীয় নির্বাচনে ভোট দেয়া হয়নি বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের। কিন্তু জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর সদর আসনে নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বিএনপি। তারই ধারাবাহিকতায় এবার তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পাকাপোক্ত অবস্থান তৈরি হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর। কিন্তু দীর্ঘ প্রায় ৩ মাসের অধিক সময় ধরে একাধিক ফৌজদারী মামলায় হাজতবাসে থেকে ঋণখেলাপীর দায় থেকে মুক্ত না হওয়ায় সে আশা ভঙ্গ হওয়ায় দল ও পরিবারের পরামর্শে প্রার্থী করা হয় প্রিয়াঙ্কাকে। বিএনপির নতুন মুখ প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীক নিয়ে জয়ের লক্ষ্যে ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে তিনি এ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিনসহ কৃষক শ্রমিক জনতা লীগের জহির রায়হান, ইসলামী আন্দেলনের এডভোকেট মতিউর রহমান ও কমিউনিস্ট পার্টির আফিল শেখের বিপক্ষে নির্বাচনে লড়বেন। তবে মহাজোটের শরিক দলের নেতা হিসেবে নিজের শেষ চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন। আর সেক্ষেত্রে হুইপ আতিকের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হবে ডাঃ প্রিয়াঙ্কাকেই- এমনটিই গুঞ্জন রাজনৈতিক পর্যবেক্ষক মহলে। নিজের প্রার্থিতার বিষয়ে ডাঃ প্রিয়াঙ্কা বলেন, দীর্ঘ সময় পর এ আসনে বিএনপি থেকে প্রার্থী দেয়া হয়েছে। এটা অনেক আনন্দের ব্যাপার। এছাড়া এ আসনে ধানের শীষের জনপ্রিয়তা অনেক বেশি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, এ আসনে আওয়ামী লীগের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। উনি শ্রদ্ধার একজন মানুষ, উনার কাছে শেখার অনেক কিছু আছে। তবে নিজেকে অনেক ‘লাকি’ মনে করছি, কারণ সর্বকনিষ্ঠ একজন প্রার্থী হিসেবে উনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি মনে করি রাজনীতিতে হার-জিত থাকবেই। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, ধানের শীষের জয় হবেই- ইনশাআল্লাহ। এ ব্যাপারে জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব বলেন, ডাঃ প্রিয়াঙ্কা এখন আমাদের ঐক্য ও আকাক্সক্ষার প্রতীক। এজন্য বিএনপি নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে অবস্থান নিয়েছেন। মাঠপর্যায়েও আমরা তাকে নিয়ে ভালো সাড়া পাচ্ছি। বয়স ও অভিজ্ঞতার কারণে অসম লড়াইয়ে আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়াঙ্কা কনিষ্ঠ প্রার্থী এটা কোনো বিষয় নয়, সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার