
ছবি: সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে অলআউট করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে শেষ সেশনেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ২০.২ ওভারে মাত্র ৫২ রানের খরচায় ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের লোয়ার অর্ডার ধসিয়ে দেন এই স্পিনার।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৯১ রানে। ফলে জিম্বাবুয়ে পায় ৮২ রানের লিড।
দিনের শুরুটা হয় নাহিদ রানার দাপটে। ম্যাচের প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তরুণ এই পেসার।
উদ্বোধনী জুটিতে ১০৩ রান তোলা জিম্বাবুয়ের ওপেনার বেন কারান ৫৫ বলে ১৮ রান করে আউট হন নাহিদের বলে। এরপর আরেক ওপেনার কোলিন বেনেট ৫৭ রানে ফেরেন, তাকেও শিকার করেন নাহিদ। তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত ফিরিয়ে দেন হাসান মাহমুদ।
কিছুটা প্রতিরোধ গড়েন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ এরভিন। তবে সেট হয়ে যাওয়া এরভিনকে (৮) ফিরিয়ে দেন নাহিদ রানাই।
দ্বিতীয় সেশনে পঞ্চাশ রানের ইনিংস খেলে উইলিয়ামস দলকে সামনের দিকে এগিয়ে নেন। তাকে সঙ্গ দেন মাধেভেরে, কিন্তু তাকে থামান খালেদ আহমেদ। মাধেভেরে ২৪ রানে বোল্ড হন। এরপর নিয়াশা মায়াভো একটি চার মেরে দলকে লিড এনে দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
উইলিয়ামস এরপর ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। ১০৮ বলে ৫৯ রান আসে তার ব্যাটে। চা-বিরতির আগেই ৬ উইকেটে ২১৩ রান করে জিম্বাবুয়ে।
শেষ সেশনে একাই শাসন করেন মিরাজ। এলবিডব্লিউ করে ফেরান ৩৫ রান করা মায়াভোকে। মাসাকাদজাকে ফিরিয়ে শুরু হয় জিম্বাবুয়ের লোয়ার অর্ডারের ভাঙন।
শেষ চেষ্টা করেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। তবে মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হন মুজারাবানি (১৭)। শেষ ব্যাটার ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেটটি নিশ্চিত করেন মিরাজ।
বাংলাদেশের হয়ে মিরাজ ৫টি, নাহিদ ৩টি এবং হাসান মাহমুদ ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন। বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে ৮২ রানে পিছিয়ে থেকে।
এসএফ