ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেয়াদ বাড়ছে সার্চ কমিটির 

প্রকাশিত: ২১:৪৮, ১৯ এপ্রিল ২০২৫

মেয়াদ বাড়ছে সার্চ কমিটির 

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশক্রমে আজই (১৯ এপ্রিল) শেষ হয়ে যাওয়ার কথা ছিল ক্রীড়াঙ্গনে সংস্কার করার লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মেয়াদ। কিন্তু সেই সময় বাড়ছে। বিষয়টি নিজেই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘ফেডারেশনগুলো নিয়ে কাজ করেছে সার্চ কমিটি। তবে জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থার কাজ বাকি। তাই সার্চ কমিটির সঙ্গে আলোচনা করে মেয়াদ বাড়ানো যেতে পারে। যাতে খেলাধুলায় প্রাণ ফেরাতে পারি।’

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছরের আগস্টের শেষ দিকে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দীর্ঘ সাড়ে আট মাস পর গঠিত সার্চ কমিটিকে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব জমা দিতে কাল রবিবারের মধ্যে (২০ এপ্রিল) শেষ সময় বেঁধে দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। গত ২১ মার্চ ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কবিরুল ইসলাম খানের সই করা চিঠি দেওয়া হয়েছিল সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান রানাকে। তবে চিঠি পাওয়ার পর আরও সময় চেয়ে মন্ত্রণালয়ে ফিরতি চিঠি দিয়েছিলেন সার্চ কমিটির প্রধান। যদিও ৫৩টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের মধ্যে মাত্র ২৬টি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো বাকি ২৭টি। এখন কি হবে? জোবায়েদুরের কথা, ‘আমাদের দেওয়া চিঠিতে জানিয়েছিলাম, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাকি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে পারবো। এরপর বিভাগ ও জেলার কমিটি এবং গঠনতন্ত্র রয়েছে, সেগুলো তৈরি করতে আরো সময় লাগবে। কারণ, সবার সঙ্গে আমাদের বসতে হবে। জেলা ও বিভাগগুলো পরিদর্শন করতে হবে। তবে এক মাসেও সেই চিঠির জবাব আমরা পাইনি। এটা আমরা ক্রীড়া উপদেষ্টাকেও জানিয়েছি।’ 

তবে অভিযোগে জানা যায়, প্রায় দুই মাস আগে শুটিং, ব্যাডমিন্টন ও তায়কোয়ান্দোর কমিটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও রহস্যজনকভাবে সেগুলো ঘোষণা করা হয়নি। এগুলো ঘোষণা করলেই নাকি বাকিগুলো জমা দেবে সার্চ কমিটি।
 

 

রুমেল খান /রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার