
ছবিঃ সংগৃহীত
দেশের বর্তমান পরিস্থিতির আলোকে একটি জাতীয় নিরাপত্তা কাউন্সিল (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) গঠন এবং একটি হালনাগাদ জাতীয় প্রতিরক্ষা নীতিমালা (ন্যাশনাল ডিফেন্স পলিসি) প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, “আমার মূল্যায়নে, আমাদের দেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি একটি জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতির আলোকে একটি জাতীয় প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করা।”
তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা শুধু সামরিক প্রতিরক্ষা নয়, এটি তার একাংশ মাত্র। বরং তথ্য নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তাসহ সবদিক বিবেচনায় একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত চিন্তা-ভাবনা শিগগিরই শেয়ার করবেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1AcKoWumha/
মারিয়া