ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে ভয় পাইনা,মুক্তি পেয়েই ট্রাম্পকে ফিলিস্তিনি শিক্ষার্থী মহসেনের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৮:৪২, ২ মে ২০২৫; আপডেট: ০৮:৪৩, ২ মে ২০২৫

ট্রাম্পকে ভয় পাইনা,মুক্তি পেয়েই ট্রাম্পকে ফিলিস্তিনি শিক্ষার্থী মহসেনের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রিনকার্ডধারী ফিলিস্তিনি শিক্ষার্থী মহসেন মাহদাবি বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। অভিবাসন হেফাজতে (ইমিগ্রেশন কাস্টডি) দুই সপ্তাহ আটক থাকার পর ভারমন্ট রাজ্যের বার্লিংটনে এক আদালতের শুনানিতে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক জেফ্রি ক্রফোর্ড এই আদেশ দেন।

 

বিচারক বলেন, ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা আইনি লড়াইয়ের বিষয়। তাই মহসেনকে জামিনে মুক্তি দেওয়া উচিত।

মহসেনের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে। এপ্রিল মাসের শুরুতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করায় তাকে গ্রেপ্তার করা হয়, যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ ছিল না। এরপর গত ১৪ এপ্রিল ট্রাম্প প্রশাসন তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, তাকে যুক্তরাষ্ট্র বা ভারমন্টের বাইরে পাঠানো যাবে না।

 

 

আদালত কক্ষ থেকে বেরিয়ে মহসেন বলেন,
“আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলছি—আমি আপনাদের ভয় পাই না।”

তার এই বক্তব্যে উপস্থিত জনতা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ‘ভয় নেই’ স্লোগানে গর্জে ওঠে। মহসেন তার মুক্তির রায়কে যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং নতুন আশার প্রতীক বলে উল্লেখ করেন।

 

ট্রাম্প প্রশাসনের দাবি- গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করা এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য ‘হুমকি’। এরই অংশ হিসেবে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে।

সমালোচকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় থাকা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

 

মহসেনের মুক্তি ট্রাম্প প্রশাসনের বিতাড়নের কৌশলে বড় ধাক্কা দিলেও, একই ধরনের ঘটনায় আটক রয়েছেন আরও শিক্ষার্থী। কলম্বিয়া ইউনিভার্সিটির মাহমুদ খলিল ও টাফটস ইউনিভার্সিটির রুমেইসা ওজতুর্ক এখনো কাস্টডিতে আছেন।

মহসেনের মুক্তি শুধু একজন শিক্ষার্থীর জয় নয়- এটি যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানো প্রত্যেকের জন্য এক অনুপ্রেরণা।
 

আঁখি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার