
ছবিঃ সংগৃহীত
বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
আজ শুক্রবার (০২ মে) আওয়ামী লীগের বিচার নিশ্চিত, রেজিস্ট্রেশন বাতিল এবং বিচারিক প্রক্রিয়া চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, “আমরা আজ সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যে দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে—কোনো কন্যা জানে না, তার পিতা এখনো বেঁচে আছেন না মারা গেছেন। রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই-আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে। সারা জীবনের জন্য তারা কর্মক্ষমতা হারিয়েছে—সেই দল নাকি নির্বাচন করবে!”
তিনি আরও বলেন, “রক্তের দাগ এখনো শুকায়নি। আমার হাসপাতালের ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নেই, কোনো অনুসন্ধান নেই—সেই দল নাকি নির্বাচন করবে? আর কত নির্যাতন করলে, আর কত মানুষকে গুম-খুনের শিকার করলে, একটা দলের নিবন্ধন বাতিল হবে? আর কত বাংলাদেশের মানুষকে নিপীড়নের শিকার করলে, একটা দলের নিবন্ধন বাতিল করা হবে?”
শেষে তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন—মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ—যারা-ই এর সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না।”
ইমরান