
ছবি: জনকন্ঠ
আপনারা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করেন, আমি আপনাদের পাশে থাকবো, বিগত ৫ আগস্ট পরবর্তী আমাদের দলের কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িত থাকে আপনারা চিহ্নিত করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে এদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপসহ আইনের হাতে তুলে দেওয়ার।
শুক্রবার (০২ মে) বিকাল ৪টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)
এসব কথা বলেন।
তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। দীর্ঘদিন ধরে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছি আপনাদের কাছে আসতে পারিনি। আপনারা সাংবাদিক জাতির আয়না, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের অনেক অসংগতি উঠে আসে। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সাংবাদিকদের পাশে চেয়েছেন তিনি।
মুজিবুর রহমান চৌধুরী আরও বলেন, অতীতে আমি এলাকার মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমদ।
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শোয়েব আহমদ,যুগ্ম-আহ্বায়ক প্রত্যুষ ধর অপু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ প্রমুখ।
এছাড়াও মতবিনিময়সভায় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আহমেদুজ্জামান/রবিউল