
ছবি: সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সমাবেশে দলের গুরুত্বপূর্ণ সদস্য ডা. তাসনিম জারা বলেন, "আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। এই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে। কন্যা জানে না তার পিতা বেঁচে আছেন নাকি মারা গেছেন — রাস্তা থেকে তুলে নেওয়ার পর থেকে কোনো খোঁজ নেই।"
তিনি আরও বলেন, "জুলাই-আগস্টে কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত, পঙ্গু ও অন্ধ করে দেওয়া হয়েছে। তারা সারা জীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল কি আবারও নির্বাচন করবে? রক্তের দাগ এখনো শুকায়নি, আমার ভাইয়েরা হাসপাতালে এখনো কাতরাচ্ছে। বিচার নেই, অনুশোচনা নেই — অথচ সেই দল নির্বাচন করতে চায়!"
ডা. জারা প্রশ্ন তুলে বলেন, "আর কত নির্যাতন, আর কত গুম-খুন হলে একটি দলের নিবন্ধন বাতিল হবে? আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন — মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ — যারা এসব অপরাধে জড়িত ছিলেন, তাদের সবার বিচারের দাবি জানাই।"
তিনি স্পষ্ট জানান, "বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এই বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বিচার হবে — এটাই জনগণের প্রত্যাশা।"
সূত্র: https://www.youtube.com/watch?v=ufXCNMMrvJY
আবীর